পার্বতীপুরে প্রথম করোনা রোগী শনাক্ত, ২০ বাড়ি লকডাউন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) করোনা পরীক্ষার পর বুধবার সন্ধ্যায় দিনাজপুরের সিভিল সার্জন আব্দুল কুদ্দুস এ তথ্য জানান।

এ ঘটনায় পার্বতীপুর শহরে ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের ২০টি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ নিয়ে দিনাজপুর জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৮।

ওই ব্যক্তি কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে জ্বর, কাশি, সর্দি ও মাথাব্যথা নিয়ে পার্বতীপুরের নিজ বাড়িতে আসেন। সন্দেহ হলে তাঁর নমুনা পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় নমুনা রিপোর্ট পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন বলেন, পার্বতীপুরে কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। এলাকার মানুষের কথা চিন্তা করে ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের ২০ বাড়ি লকডাউন করা হয়েছে। যত দিন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ না হন, তত দিন লকডাউন থাকবে।