নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ষাটোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

মারা যাওয়া বৃদ্ধা ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের এক নারী চিকিৎসকের মা। ওই চিকিৎসকও করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধ নারী কিডনিসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁকে নিয়মিত ডায়ালাইসিস করা হতো। এর মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সেখানে ডায়ালাইসিস না থাকায় বুধবার রাতে তাঁকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর মৃত্যু হয়।

এদিকে জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, করোনা আক্রান্ত নারী চিকিৎসককে কুর্মিটোলা হাসপাতাল থেকে শিমরাইল সাজেদা হাসপাতালের আইসিইউতে আনার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে নারায়ণগঞ্জকে চিহ্নিত করেছে আইইডিসিআর।