করোনাকালের নগরচিত্র

করোনার প্রভাবে থমকে গেছে নগরজীবন। অনেকটাই বদলে গেছে নগরের চিরচেনা দৃশ্য। সবাই ঘরে থাকছে। খুব প্রয়োজন না হলে মানুষ বাইরে বের হচ্ছে না। নগরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বেড়েছে। নগরবাসীর মধ্যে বেড়েছে স্বাস্থ্য সচেতনতা। করোনায় সবাই সংকটে। তবে সবচেয়ে বেশি বিপদে দরিদ্র মানুষ। করোনাকালের নগরচিত্র নিয়ে ছবির গল্প।
১ / ৭
বাইরে লোকজন নেই। তাই এখন ভিক্ষাও মেলে না।
বাইরে লোকজন নেই। তাই এখন ভিক্ষাও মেলে না।
২ / ৭
পদচারী–সেতুর সিঁড়ির নিচে ছিন্নমূল মানুষের নিরাপদ আশ্রয়।
পদচারী–সেতুর সিঁড়ির নিচে ছিন্নমূল মানুষের নিরাপদ আশ্রয়।
৩ / ৭
পরিচ্ছন্নতাকর্মীদের কোনো ছুটি নেই।
পরিচ্ছন্নতাকর্মীদের কোনো ছুটি নেই।
৪ / ৭
পথের ধারে রিকশাভ্যানে ব্লিচিং পাউডার বিক্রি।
পথের ধারে রিকশাভ্যানে ব্লিচিং পাউডার বিক্রি।
৫ / ৭
রিকশার সারি। চালকেরা যাত্রীর অপেক্ষায়।
রিকশার সারি। চালকেরা যাত্রীর অপেক্ষায়।
৬ / ৭
করোনাকালে পথের ধারে হাত ধোয়ার ব্যবস্থা।
করোনাকালে পথের ধারে হাত ধোয়ার ব্যবস্থা।
৭ / ৭
সংসার চালাতে ঝুঁকি নিয়ে সড়কে বেরিয়েছেন এক চালক।
সংসার চালাতে ঝুঁকি নিয়ে সড়কে বেরিয়েছেন এক চালক।