ভারতফেরত ১০ বাংলাদেশি কোয়ারেন্টিনে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতে আটকে পড়া আরও ১০ বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁরা দেশে ফেরেন। তাঁদের মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন। পরে তাঁদের জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এর আগে খবর পেয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ বন্দরে ছুটে যান। তাঁরা ভারত থেকে আসা বাংলাদেশিদের বিষয়ে খোঁজ নিয়ে কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ দেন।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ বলেন, ওই ১০ বাংলাদেশি আগরতলা থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে আসেন। ইমিগ্রেশন সম্পন্ন করে তাঁদের শূন্যরেখায় রাখা হয়। পরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে যোগাযোগ করা হয়। স্বাস্থ্য বিভাগের লোকজন তাঁদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ারেন্টিনে নিয়ে যান।