শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরের কয়েকটি স্থানে বেতনের দাবিতে বিক্ষোভ হয়েছে। আজ বৃহস্পতিবার দিনভর শ্রমিকেরা কারখানাগুলোর ফটকে বিক্ষোভ-আন্দোলন করেন। এ সময় রাস্তা অবরোধের ঘটনাও ঘটে। এগুলোর মধ্যে বেশ কয়েকটি কারখানার শ্রমিকদের মোবাইল লেনদেন অ্যাকাউন্ট না থাকায় জটিলতার সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় পুলিশের মধ্যস্থতায় শ্রমিকেরা আন্দোলন তুলে নেন।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, আজ সকাল ১০টায় পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের সিআরসি টেক্সটাইল (সাততলা ) মিলস, একই এলাকার সওফটেক্স গার্মেন্টস ও কেওয়া গ্রামের সিজি গার্মেন্টস (চায়না ফ্যাক্টরি) নামের তিনটি কারখানায় শ্রমিকেরা বেতনের দাবিতে বিক্ষোভ করেন। এদের মধ্যে সিজি গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষ নগদ কিছু টাকা পরিশোধ করে। বাকি টাকা ২৮ এপ্রিল পরিশোধ করার আশ্বাস দিলে বিক্ষোভ স্তিমিত হয়। সওফটেক্স কারখানা ও সিআরসি কারখানা কর্তৃপক্ষ আগামী কয়েক দিনের মধ্যে বকেয়া পরিশোধ করার আশ্বাস দেয়।

সিআরসি টেক্সটাইল মিলসের কয়েকজন শ্রমিক বলেন, তাঁদের ঘরে খাবার নেই। মালিকেরা বাড়িভাড়া চাইছেন, তাঁরা দিতে পারছেন না। কেউ এক মাস, কেউ দুই মাস ও অনেকের তিন মাসের বেতন বকেয়া পড়েছে। তাই তাঁরা করোনাভাইরাসের ভয় উপেক্ষা করে আন্দোলনে নেমেছেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, তিনটি কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে আন্দোলন করছিলেন। পরে প্রতিটি কারখানা থেকে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়ায় আন্দোলন স্তিমিত হয়ে পড়ে।