করোনা রোগীকে বাসায় রেখে চিকিৎসায় বাধা দিলে ব্যবস্থা

শফিকুল ইসলাম
শফিকুল ইসলাম

করোনা রোগীদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তা ছাড়া করোনা রোগীদের চিকিৎসাকাজে নিয়োজিত চিকিৎসক ও নার্সদের নিজ নিজ ফ্ল্যাটে উঠতে বাধা দেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আট অপরাধ বিভাগের উপকমিশনারদের কাছে পাঠানো বার্তায় তিনি এ নির্দেশ দেন।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নাম প্রকাশ না করার শর্তে এক উপকমিশনার জানান, খুদে বার্তায় কমিশনার বলেন, করোনার বিস্তার বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকে আক্রান্ত ব্যক্তিকে নিজ নিজ বাসা বা ফ্ল্যাটে রেখে চিকিৎসা দিচ্ছেন। কিন্তু কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট ফ্ল্যাটের অন্য বাসিন্দারা এতে বাধা দিচ্ছেন। এমনকি করোনা রোগীদের চিকিৎসাকাজে নিয়োজিত চিকিৎসক ও নার্সদের নিজ নিজ ফ্ল্যাটে উঠতেও বাধা দিচ্ছেন। এতে চিকিৎসা ব্যাহত হচ্ছে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থেকে রোগী, চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় সহযোগিতা করতে বলেন। কোনো নগরবাসী এ ধরনের সমস্যায় পড়লে তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে অনুরোধ করেন কমিশনার। কমিশনারের এসব নির্দেশ রাজধানীর ৫০ থানার ওসিদের জানিয়ে দেওয়া হয় বলে একাধিক উপকমিশনার জানিয়েছেন।