২৫৪ বস্তা সরকারি চাল জব্দ, আ.লীগ নেতার কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালের বানারীপাড়া উপজেলায় একটি গুদাম থেকে সরকারের কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ২৫৪ বস্তা (৭ হাজার ৬৮০ কেজি) চাল জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা বাজারের উত্তরে ওই গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে উপজেলা প্রশাসন।

এ ঘটনায় দায়ী ওই আড়তের মালিক ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম ইউসুফ আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ ছাদিদ এ দণ্ড দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

ইউএনও আবদুল্লাহ ছাদিদ বলেন, অভিযানে ২৫৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। এতে মোট চালের পরিমাণ ৭ হাজার ৬৮০ কেজি। এ ছাড়া ২৪৯ খালি বস্তা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, সরকারি চাল জব্দের ঘটনায় এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।