বাঁশখালী লকডাউন

করোনার ঝুঁকি বিবেচনা করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে উপজেলা প্রশাসন। সন্ধ্যা ছয়টা থেকে এই লকডাউন কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক বা নৌপথে কেউ এই উপজেলা থেকে অন্য উপজেলা বা অন্য উপজেলা থেকে কেউ এখানে আসতে পারবেন না। তবে জরুরি পরিষেবায় নিয়োজিত সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে।

তবে মাছ পরিবহনকারী ট্রাকগুলো শ্রমিক নিয়ে চট্টগ্রাম, নোয়াখালীসহ বিভিন্ন স্থান থেকে বাঁশখালী আসা–যাওয়ার বিষয়ে কী সতর্কতা গ্রহণ করা হচ্ছে, সে বিষয়ে জানা যায়নি।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তারের মুঠোফোনে কল দিলে তিনি ধরেননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান মজুমদার বলেন, মাছের ট্রাকে থাকা শ্রমিকেরা এক জায়গা থেকে অন্য জায়গায় সংক্রমণ ছড়াতে পারেন। এ বিষয়ে নজরদারি বাড়ানোর দরকার রয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। কেউ লকডাউন অমান্য করলে তাঁকে শাস্তি দেওয়া হবে।