আখাউড়া দিয়ে ভারত থেকে ফিরলেন ৭ বাংলাদেশি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর।

ভারতে আটকে পড়া সাতজন বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। আজ শুক্রবার বেলা একটার দিকে ভারতের আগরতলা-আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট হয়ে তাঁরা দেশে ফেরেন। পরে তাঁদের জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। এ নিয়ে তিন দফায় ভারতে আটকে পড়া ২৩ জন বাংলাদেশি ফিরেছেন।

আখাউড়া আন্তর্জাতিক অভিবাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে ভারতজুড়ে চলা লকডাউনের কারণে অনেক বাংলাদেশি দেশটির বিভিন্ন শহরে আটকা পড়েছেন। তাঁদের মধ্যে ৭ এপ্রিল ছয়জন ও ১৬ এপ্রিল ১০ জন আগরতলা-আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন। আজ দেশে ফেরা সাতজনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার দুজন, কিশোরগঞ্জের দুজন, কুমিল্লার একজন ও ডিএমপির দুজন সদস্য রয়েছেন। দুপুরে স্থলবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশনের কর্মকর্তারা বিষয়টি আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সকে জানান। বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল এসে তাঁদের জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বিজয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জেলার বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) ইমতিয়াজ আহমেদ ও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোরশেদুল হক জানান, ইমিগ্রেশন সম্পন্ন করার পর স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল এসে তাঁদের বিজয়নগর উপজেলার স্বাস্থ্য কমেপ্লক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যান।