'স্বপ্নে নির্দেশ' পেয়েছেন...

প্রতীকী ছবি। এএফপি
প্রতীকী ছবি। এএফপি

‘স্বপ্নে নির্দেশ’ পেয়েছেন ২০০ লোককে পায়েস রেঁধে খাওয়ালে করোনাভাইরাস থেকে মুক্তি পাবে দেশের লোক। গ্রামে এ গুজব ছড়িয়ে পায়েস খাওয়াতে লোকসমাগম করতে গিয়ে ধরা খেলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের কুঁইচাটোলা গ্রামের তিন কবিরাজ। আজ শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে।

ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গুজব ছড়ানো ও লোকসমাগম করার দায়ে তাঁদের দুই হাজার টাকা জরিমানা করেন।

দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন মো. জাইগীর আলী (৩৬), মো. মহিবুল (৩৫) ও মো. এস্তাব আলী (৩৫)।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন মণ্ডল ও স্থানীয় লোকজন জানান, গ্রামে স্বপ্নে নির্দেশ পাওয়ার কথা প্রচার করে দুপুরে বড় দুই ডেকচিতে পায়েস রান্না হয়েছিল। পায়েস খেতে জড়ো হচ্ছিলেন লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। জনসমাগম দূর করা হয়। ইউএনও এসে তাঁদের জরিমানা করেন এবং রান্না করা পায়েস বাড়ি বাড়ি পৌঁছে দিতে বলেন। স্থানীয় সূত্র জানায়, অন্য পেশার পাশাপাশি ওই তিনজন ‘ঝাড়ফুঁকের’ চিকিৎসা চালাতেন।