সিলেটে আইসোলেশন ইউনিটে একজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল নয়টার দিকে তিনি মারা যান। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র।

আইসোলেশন ইউনিটে মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। গতকাল শুক্রবার রাতে তাঁকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

এ বিষয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ‘মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা অবস্থায় তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই নমুনা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে রয়েছে। ওই ব্যক্তির লাশ কানাইঘাটে পাঠানো হবে। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে তাঁর লাশ দাফন করা হবে।’