আনোয়ারায় দুর্ঘটনায় দেবরের পর ভাবিও মারা গেলেন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দেবরের মৃত্যুর দুদিনের মাথায় মারা গেলেন ভাবি আয়েশা আখতার (২৬)। আজ শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত বৃহস্পতিবার কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের পিএবি সড়কে কর্দমাক্ত রাস্তায় মোটরসাইকেল পিছলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত পরিসরে গত বৃহস্পতিবার বিকেলে কাজীর কাছে কায়সার হামিদের বিয়ের আনুষ্ঠানিকতা হিসেবে কাবিননামায় সই করার তারিখ ছিল। এ কারণে খুব ভোরে চট্টগ্রাম শহরের হালিশহরের বাসা থেকে ভাবিসহ মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন কায়সার হামিদ (২৮)। ওইদিন ভোর ছয়টায় কর্ণফুলী উপজেলার পিএবি সড়কে মোটরসাইকেলটি রাস্তার কাদার সঙ্গে লেগে পড়ে যায়। ওই সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কায়সারকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান আয়েশা।

নিহত কায়সার হামিদ আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ীর আবুল হোসেনের পুত্র। তিনি নগরের হালিশহরে বড় ভাই আলমগীরের সঙ্গে মুদির দোকান চালাতেন।
নিহত আয়েশা আলমগীর স্ত্রী। তাঁদের সংসারে ছেলেমেয়ে নেই।

এ ব্যাপারে নিহত কায়সারের আরেক ভাই মো. আনোয়ার বলেন, 'ভাই মারা গেল বৃহস্পতিবার সকালে। আজ মারা গেল আরেক ভাইয়ের বউও। আমাদের পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে গেল।'

স্থানীয় বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হল। এলাকার লোকজন এ ঘটনায় শোকাচ্ছন্ন।