পণ্যবাহী ট্রাকে লুকিয়ে নারায়ণগঞ্জ ছাড়ছিলেন শ্রমিকেরা

ত্রিপল ঢাকা পণ্যবাহী ট্রাকে লুকিয়ে নারায়ণগঞ্জ ছাড়ার সময় দুই শয়ের বেশি পোশাক কারখানার শ্রমিককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পোস্ট অফিস মোড়, মুসলিম নগর, এতিমখানা মোড় ও পঞ্চবটী এলাকা থেকে পাঁচটি ট্রাকসহ তাঁদের আটক করা হয়।

'লকডাউন অমান্য করে জেলা ছাড়বেন না' এই শর্তে গতকাল রাতেই আটক শ্রমিকদের যার যার বাসায় ফেরত পাঠায় ফতুল্লা থানা–পুলিশ।
আটক শ্রমিকেরা জানান, লকডাউনে কর্মহীন হয়ে পড়ায় কখনো একবেলা খেয়ে কখনো বা না খেয়ে দিন কাটছে তাঁদের। এর ওপর আছে বাড়ি ভাড়ার চাপ। এ কারণেই জীবনের ঝুঁকি নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তাঁরা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, আটক হওয়া সবাই পোশাক কারখানায় কাজ করেন। তাঁরা কিশোরগঞ্জ ও ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বাসিন্দা। রাতের আঁধারে ত্রিপল দিয়ে ঢাকা পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে বসে নারায়ণগঞ্জ ছাড়ছিলেন তাঁরা। খবর পেয়ে ট্রাকসহ তাঁদের আটক করার পর নারায়ণগঞ্জে যার যার বাড়ি ফেরত পাঠানো হয়েছে।
ট্রাকের চালক ও সহকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।