তাঁদের রাস্তা থেকে আটক করে কোয়ারেন্টিনে পাঠানো হলো

মিনিট্রাকে গাদাগাদি করে বাড়ি ফিরছিলেন ১৯ পোশাককর্মী। ছবি: প্রথম আলো
মিনিট্রাকে গাদাগাদি করে বাড়ি ফিরছিলেন ১৯ পোশাককর্মী। ছবি: প্রথম আলো

ঢাকা থেকে ট্রাকে করে আসা ১৯ নারী-পুরুষকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠালেন নাটোরের সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাসরিন বানু।

আজ শনিবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকা থেকে হাইওয়ে পুলিশের নিয়মিত টহল দল তাঁদের আটক করে।
ইউএনও নাসরিন বানু জানান, করোনা আক্রান্ত এলাকা ঢাকা ও গাজীপুর থেকে ১৯ জন নারী ও পুরুষ একটি মিনিট্রাকে করে সিংড়ার কালীগঞ্জ এলাকায় ফিরছিলেন। পথে চৌগ্রাম এলাকায় টহলরত ঝলমলিয়া হাইওয়ে পুলিশ তাঁদের আটক করে। পরে তাঁদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। তাঁদের উপজেলার কালীগঞ্জ রহিম উদ্দিন আহমেদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের কয়েকটি কক্ষে রাখা হয়েছে। সেখানকার পুলিশ ফাঁড়িকে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের প্রতি নজর রাখতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসনকে তাঁদের খাদ্যসহায়তা দিতে বলা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জন সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের এবং ৪ জন পার্শ্ববর্তী নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। তাঁরা সবাই পোশাককর্মী।