খাগড়াছড়িতে কোয়ারেন্টিনে থাকা শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খাগড়াছড়ির সদর উপজেলার গুগড়াছড়ি এলাকায় কোয়ারেন্টিনে থাকা পোশাক কারখানার এক শ্রমিক মারা গেছেন। আজ রোববার সকালে তিনি মারা যান। তাঁর পেটে ব্যথা ও ডায়রিয়া ছিল। কোয়ারেন্টিনে থাকার কারণে তাঁর নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন নূপুর কান্তি দাশ।

মারা যাওয়া শ্রমিকের বয়স ২২ বছর। তাঁর বাড়ি গুগড়াছড়ি এলাকায়।

স্থানীয় লোকজন জানান, গতকাল শনিবার সকালে ওই শ্রমিকসহ চারজন শ্রমিক চট্টগ্রাম থেকে গুগড়াছড়ি এলাকায় আসেন। এরপর গ্রামবাসী তাঁদের চারজনকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টিনে রাখেন। সেখানে আজ রোববার ভোর থেকে ওই শ্রমিকের পেটের ব্যথা শুরু হয় এবং বারবার পাতলা পায়খানা হয়। খবর পেয়ে খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে চিকিসক সেখানে গিয়ে ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন।


খাগড়াছড়ি সিভিল সার্জন নূপুর কান্তি দাশ বলেন, ওই শ্রমিকের পেটে ব্যথা ও ডায়রিয়া ছিল। তাই এই মহুর্তে কিছুই বলা যাচ্ছে না। তারপরও করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।