চাঁদপুর শহরের বাজারগুলো খোলা জায়গায় যাচ্ছে

চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ বাজারগুলো স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শহরের বাবুরহাট বাজার, ওয়ারলেস বাজার, বিপণিবাগ বাজার, পাল বাজার ও নতুন বাজারের কাঁচামাল, মাছ ও মাংসের দোকানগুলো সাময়িকভাবে স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কাল সোমবার থেকে যথাক্রমে বাবুরহাট কলেজমাঠ, ওয়ারলেস-গাছতলা ব্রিজ রাস্তার দুই পাশে, চাঁদপুর সরকারি কলেজ মাঠ, পৌর ঈদগাহ মাঠ, নতুন বাজারের পাশে রাস্তার দুই পাশে পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে বসানো হবে।

শহরের অন্যান্য স্থানে কোনো কাঁচাবাজার বসতে পারবে না। এমনকি ভ্রাম্যমাণ দোকানগুলোকেও ওই সব নির্ধারিত স্থানে বসতে হবে।

এতে একমত পোষণ করেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ পাঁচটি বাজারের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইজারাদারেরা।