শেরপুরে কৃষকের ধান কেটে দিলেন বিডি ক্লিনের সদস্যরা

শেরপুরে বোরো ধান পাকতে শুরু করেছে। কিন্তু লকডাউনের কারণে শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না এক প্রান্তিক কৃষক। এমন সংবাদ পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন শেরপুরের সদস্যরা আজ রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত শেরপুর পৌরসভার তাতালপুর এলাকার প্রান্তিক কৃষক আবু বক্কর সিদ্দিকের ১৫ শতাংশ জমির বোরো ধান স্বেচ্ছাশ্রমে কেটে দেন।

এ কাজে অংশ নেন সংগঠনের জেলা সমন্বয়ক আল আমিন, সদস্য আশরাফুল আলম, রবিউল ইসলাম, সানী, জাকির হোসেন, তানভীর মাহতাব প্রমুখ।

আবু বক্কর সিদ্দিক বলেন, বোরো ধান আবাদে জমানো সব টাকা খরচ হয়ে গিয়েছিল। হাতে টাকা না থাকায় সংসার চালাতেও হিমশিম খাচ্ছিল। শ্রমিকের অভাবে ধানও কাটা সম্ভব হচ্ছিল না তাঁর। এমন সময় বিডি ক্লিনের সদস্যরা তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন। এ জন্য তাঁদের অনেক ধন্যবাদ জানান তিনি।

বিডি ক্লিন শেরপুরের জেলা সমন্বয়ক আল আমিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমরা সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। তবে মানুষের সেবায় আমরা বাইরে থাকব। যখন যাঁর প্রয়োজন পড়বে, আমাদের জানালে আমরা তাঁকে প্রয়োজনীয় সহযোগিতা করব।’