নওগাঁয় মারা যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন না

নওগাঁ
নওগাঁ

নওগাঁ পৌর শহরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ব্যক্তি (৬০) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। আজ সোমবার সকালে প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান

আকন্দ মো. আখতারুজ্জামান বলেন, 'গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ইমেইল থেকে ওই ব্যক্তির নমুনা পরীক্ষার লিখিত প্রতিবেদন আমাদের কাছে পাঠানো হয়। নওগাঁ পৌর শহরে গত শুক্রবার করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন না। ওই ব্যক্তি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন।'

স্থানীয় বাসিন্দা ও স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত শুক্রবার মারা যাওয়া ওই ব্যক্তি দীর্ঘ দিন ধরে পুরান ঢাকার একটি চালের আড়তে কাজ করতেন। গত বুধবার অসুস্থ অবস্থায় ঢাকা থেকে তিনি নওগাঁয় আসেন। তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে না নিয়ে আইইডিসিআরের নম্বারে ফোন করেন। গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় সংক্রমণ বিধি অনুযায়ী ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ওই ব্যক্তির দাফন হয়। মৃত ব্যক্তির পরিবারের লোকজন ও তাঁর সংস্পর্শে আসা লোকদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয় প্রশাসন।