খাগড়াছড়িতে মারা যাওয়া শ্রমিক করোনা আক্রান্ত ছিলেন না

খাগড়াছড়ির সদর উপজেলার গুগড়াছড়িতে পেটের ব্যথা ও ডায়রিয়ায় গতকাল রোববার মারা যাওয়া তরুণ শ্র্রমিক করোনাভাইরাস আক্রান্ত ছিলেন না। চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) তাঁর নমুনা পরীক্ষায় করোনভাইরাস 'নেগেটিভ' এসেছে।

আজ সোমবার এ তথ্যের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন নূপুর কান্তি দাশ।


সিভিল সার্জন জানান, 'ওই তরুণের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল। পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। খাগড়াছড়ি জেলা থেকে এখন পর্যন্ত ৬৬টি নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ২৭ জনের নমুনা হাতে পেয়েছি। সবগুলো নেগেটিভ।'


গত শনিবার চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি সদরের গুগড়াছড়িতে নিজ গ্রামে যান ওই তরুণসহ চার শ্রমিক। সেখানে একটি প্রাথমিক বিদ্যালয়ে তাঁদের কোয়ারেন্টিনে রাখা হয়। পরদিন গতকাল রোববার সকাল ১০টার দিকে জ্বর, পেট ব্যথা ও ডায়রিয়ায় তিনি মারা যান।