লক্ষ্মীপুরে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে তরুণের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল রোববার রাতে এক তরুণ (১৮) মারা গেছেন। এ ঘটনায় একটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। করোনাভাইরাস আছে কি না জানতে আজ সোমবার ওই তরুণ ও তাঁর পরিবারের ১০ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

গতকাল রাতে নিজের বাড়িতে ওই তরুণ মারা যান। এক সপ্তাহ আগে তিনি গাজীপুরের আবদুল্লাহপুর থেকে রামগতিতে নিজের বাড়িতে আসেন। তিনি গাজীপুরে একটি হোটেলের কর্মচারী ছিলেন।

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মারা যাওয়া তরুণ ও তাঁর পরিবারের ১০ সদস্যের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠানো হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ওই তরুণের বাড়ি লকডাউন করা হয়েছে।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন আবদুল গাফফার বলেন, ওই তরুণ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা বলা যাচ্ছে না। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।