বিএনপি পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপির নেতা-কর্মীরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছেন, কিন্তু সরকারদলীয় লোকজন ত্রাণ চুরি করছেন।

আজ মঙ্গলবার কাফরুল থানা বিএনপির উদ্যোগে রাজধানীর ইব্রাহিমপুর-কাফরুল এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতা–কর্মীদের নামে মামলা দিয়ে তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে দাবি করে রিজভী বলেন, ‘কারণ তারা মনে করছে, বিএনপি যেভাবে মানুষের সাহায্যে এগিয়ে আসছে তাতে তাদের আর মুখ থাকছে না মানুষের কাছে। কারণ তাদের লোকেরা চাল চুরি করছে আর বিএনপির লোকরা নিজের পকেটের পয়সা খরচ করে ত্রাণ দিচ্ছে। এই পার্থক্যের কারণে তাঁরা জুলুমের পথ অবলম্বন করছে।’ তবে যেকোনো পরিস্থিতিতে বিএনপির নেতা-কর্মীরা দুদর্শাগ্রস্ত জনগণের পাশে থাকবেন বলে জানান তিনি।

সরকার সঠিক সময়ে ব্যবস্থা না নেওয়ায় করোনাভাইরাসে মানুষের মৃত্যুর সংখ্যা এবং আক্রান্ত বাড়ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘সরকার আগে থেকে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় বাংলাদেশে আজকে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করছে। নিম্ন আয়ের মানুষ, যারা দিন আনে দিন খায়, তারা খাবার সংগ্রহ করতে পারছে না, তাদের ঘরে খাবার নেই। প্রান্তিক মানুষেরা ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। ভয়ংকর এক পরিস্থিতির মধ্যে পতিত হয়েছে বাংলাদেশ।’