সাভারে বৃদ্ধাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

ঢাকার সাভারে এক বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন আজ মঙ্গলবার রাতে পৌর এলাকার তালবাগ থেকে তাঁকে উদ্ধার করে।

সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাতটার দিকে উপজেলা পরিষদের পাশে তালবাগ এলাকায় ৬৫ বছরের এক বৃদ্ধা বসে ছিলেন। করোনায় আক্রান্ত সন্দেহে এলাকার লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমানকে বিষয়টি জানান। খবর পেয়ে ইউএনও তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তাঁর বাড়ি মানিকগঞ্জ বলে তিনি জানিয়েছেন। তাঁর মেয়েরা তাঁকে চুল কেটে ফেলে যাওয়ার কথা জানালেও তিনি তাঁর নাম ও স্বজনদের বিষয়ে কোনো তথ্য দেননি।

ইউএনও পারভেজুর রহমান বলেন, তিনি করোনায় আক্রান্ত কি না, তা নিশ্চিত হতে আগামীকাল তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। করোনার উপস্থিতি পাওয়া গেলে উপজেলা পরিষদ থেকে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হবে। না পাওয়া গেলে তাঁর স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করা হবে। তাঁদের না পাওয়া পর্যন্ত পরিষদ থেকেই তাঁর চিকিৎসাসহ সব ধরনের সহায়তা করা হবে।