নির্দেশ অমান্য করে রড-ইট-বালু বিক্রি, জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে রড, সিমেন্ট, ইট-বালু বিক্রি করায় দুটি দোকানকে জরিমানা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান বলেন, দক্ষিণ হালিশহর, সিমেন্ট ক্রসিং এলাকায় শাহেন শাহ এন্টারপ্রাইজ ও এম জে ট্রেডিং নামের রড, সিমেন্ট, ইট বালুর দোকান খোলা ছিল। দোকানের ক্যাশ বই যাচাই করে দেখা যায় সরকারি আদেশ অমান্য করে প্রথম থেকেই তারা দোকান বন্ধ না রেখে ব্যবসা পরিচালনা করে আসছে।। এসব দোকান খোলা থাকায় এখান থেকে নির্মাণ সামগ্রী নিয়ে অনেক স্থানে নির্মাণ কাজ চলমান আছে। অপরাধ স্বীকার করায় দুই দোকান মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বৈরী আবহাওয়া ও প্রচুর বৃষ্টি স্বত্ত্বেও ভ্রাম্যমান আদালতে ৫০ টি মামলায় এক লাখ ১৭ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চলে।