৭ কর্মকর্তা-কর্মচারীর জ্বর-সর্দি-কাশি, সোনালী ব্যাংকের শাখা বন্ধ

সোনালী ব্যাংকের রংপুর বাজার শাখার ১১ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সাতজনই জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত। এ অবস্থায় ওই শাখায় লেনদেনসহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল থেকে শাখার কার্যক্রম বন্ধ রয়েছে।

সোনালী ব্যাংকের রংপুর প্রধান শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল বারেক চৌধুরী প্রথম আলোকে জানান, গত তিন-চার দিন ধরে ব্যাংকের ওই শাখার সাতজন কর্মকর্তা-কর্মচারী জ্বর, সর্দি ও কাশিসহ বিভিন্ন সমস্যা ভুগছেন। সাতজনের মধ্যে মঙ্গলবার চারজনের ও বুধবার তিনজনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। কিন্ত করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদন এখনও তাঁরা জানতে পারেননি। উদ্ভুত পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বুধবার সকাল থেকে শাখার যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জেলা সিভিল সার্জন ও করোনা বিষয়ক কমিটির সদস্যসচিব হিরম্ব কুমার রায় প্রথম আলোকে বলেন, ওই সাতজনের উপসর্গ করোনাভাইরাসের মতো। তাই নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তবে এখনো প্রতিবেদন পাওয়া যায়নি।