মেহেরপুরে মাথাব্যথা, শ্বাসকষ্টে যুবকের মৃত্যু

মাথাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি মুজিবনগর উপজেলায়। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিন-চার দিন ধরে ওই যুবকের শ্বাসকষ্ট হচ্ছিল। আজ বুধবার সকালে তাঁকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আবদুর রশিদ বলেন, রোগীর শ্বাসকষ্ট ও মাথাব্যথা থাকায় করোনাভাইরাস পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। কারণ চিকিৎসকেরা কোনো ধরনের সুরক্ষা ছাড়াই রোগীর চিকিৎসা দিয়েছেন।

জেলা সিভিল সার্জন নাসির উদ্দীন বলেন, মুজিবনগর উপজেলার এক যুবক জেনারেল হাসপাতালে পৌঁছানোর এক ঘণ্টার মধ্যে মারা গেছেন। তাঁর শ্বাসকষ্ট ও মাথাব্যথা ছিল। তাঁর নমুনা সংগ্রহ করে যশোরে পরীক্ষা করতে পাঠানো হচ্ছে। যেসব চিকিৎসক তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের চিহ্নিত করে বাড়িতে কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) রাখার ব্যবস্থা করা হচ্ছে।