মাইকে ডাকাত হানা দেওয়ার ঘোষণা, গণপিটুনিতে একজন নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে জুয়েল মিয়া (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত জুয়েল উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় ধর্ষণ, হত্যার চেষ্টার দুটি মামলা রয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম বলেন, রাত দেড়টার দিকে উপজেলার লস্করদী গ্রামের আব্দুল কাদিরের বাড়িতে ১২–১৩ জনের একদল ডাকাত হানা দেয়। এ সময় ওই বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন জানতে পারেন। এরপর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাত হানা দেওয়ার তথ্য জানানো হয়। এতে আশপাশের লস্করদী, মনোহরদী গ্রামের শত শত লোক বাড়ি থেকে রাস্তায় বের হয়ে এসে ডাকাতদের ঘেরাও করে ফেলে। জনতার ধাওয়া খেয়ে ডাকাত দলের অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে জুয়েল। পরে উত্তেজিত লোকজন তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ বৃহস্পতিবার ভোর ৫টায় লাশ উদ্ধার করে।

ওসি নজরুল ইসলাম আরও বলেন, নিহত জুয়েল একজন ডাকাত। তার বিরুদ্ধে থানায় ধর্ষণ, হত্যার চেষ্টার দুটি মামলা রয়েছে। ডাকাতির মামলা পাওয়া যায়নি। তাঁরা মামলার বিষয়ে খোঁজ