সিলেট বিভাগে এক দিনে করোনা শনাক্ত ১৩ জনের

সিলেট বিভাগের চার জেলায় এক দিনে নতুন ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বিভাগে ৩৩ জন করোনা রোগী শনাক্ত হলেন।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়।

সংশ্লিষ্টরা জানান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে গতকাল ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। নতুন আক্রান্তদের মধ্যে সিলেটে ২ জন, হবিগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে ২ জন ও সুনামগঞ্জে ৪ জন আছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন শিক্ষানবিশ চিকিৎসকও আছেন।

সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হওয়া ৩৩ জনের মধ্যে হবিগঞ্জে ১৮ জন, সিলেট ও সুনামগঞ্জে ৬ জন করে ১২ জন এবং মৌলভীবাজারে ৩ জন। আক্রান্তদের মধ্যে দুজন মারা গেছেন। তাঁদের একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন (৪৭)।