ত্রাণের সন্দেহে কুড়িগ্রামে ৩১ বস্তা চাল উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সরকারি ত্রাণের চাল সন্দেহে ৫০ কেজি ওজনের ৩১ বস্তা চাল উদ্ধার করেছে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ভিতরবন্দ ইউনিয়নের ভবাণীপুর নগরপাড়ার আব্দুল জলিলের ছেলে মকবুল হোসেনের বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কফিল উদ্দিন জানান, গোপন সংবাদের মাধ্যমে তাঁরা জানতে পারেন উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াটারী নবানীরভিটা গ্রামের চাল ব্যবসায়ী মন্তাজ আলী (৪৫) সরকারি ত্রাণের কিছু চাল ভ্যানচালক মকবুল হোসেনের বাড়িতে অবৈধভাবে মজুদ করে রেখেছেন। এ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির সবাই পালিয়ে যায়। পরে তারা ঘর তল্লাশি করে ৫০ কেজি ওজনের ৩১টি বস্তা চাল উদ্ধার করেন।

পরিদর্শক কফিল উদ্দিন বলেন, উদ্ধার করা চালগুলো নাগেশ্বরী থানা হেফাজতে রাখা হয়। বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমরান আহমেদ বাদী হয়ে এ বিষয়ে নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।