মোহনপুরে মারা যাওয়া নারীর করোনা 'নেগেটিভ'

রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তরে পরমর্শ দেওয়ার পর মারা যাওয়া নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। গত বুধবার রাতে পাওয়া নমুনা পরীক্ষার ফলে বিষয়টি নিশ্চিত হয়েছে।

মোহনপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরিফুল কবির বলেন, গত রোববার রাতে পেটেব্যথার কথা বলে ওই নারী (৩৪) হাসপাতালে ভর্তি হন। তবে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেখতে পান, তিনি কাশি ও গলাব্যথায়ও আক্রান্ত। এ অবস্থায় ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল।

পরে ওই নারী মারা যান। করোনভাইরাসের উপসর্গ থাকায় তাঁর নমুনা সংগ্রহ করেছিল স্বাস্থ্য বিভাগ। পরীক্ষার জন্য নমুনা রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়েছিল। বুধবার রাতে পরীক্ষার প্রতিবেদন হাতে আসে। তাতে দেখা যায়, ওই নারী করোনা 'নেগেটিভ' ছিলেন।