সিলেটে জ্বর-শ্বাসকষ্টে আইসোলেশনে একজনের মৃত্যু

সিলেটে শহীদ শামসু‌দ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে জ্বর ও শ্বাসকষ্টে এক ব‌্যক্তির (৫০) মৃত‌্যু হয়েছে। তিনি মৌলভীবাজারের বড়লেখার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে তিনি মারা যান।

গতকাল বিকেলে বড়লেখা থেকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এই ব্যক্তিকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব‌্যক্তি কিছু দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসার পর তাঁকে করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। সেখানে রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শহীদ শামসু‌দ্দিন হাসপাতালের আবাসিক চি‌কিৎসক সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ওই ব‌্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। রাতেই অ‌্যাম্বুলেন্সে করে মরদেহ বড়লেখায় পাঠানো হয়েছে। বিশ্ব স্বাস্থ‌্য সংস্থার বিধি অনুযায়ী মারা যাওয়ার ব‌্যক্তির দাফন করা হবে।