বৈশাখ কেন আজ বর্ষার সাজে

রাজধানীতে আজও কালবৈশাখীর সঙ্গে তুমুল বৃষ্টি হয়। টয়েনবি সার্কুলার রোড, জিপিও, ২৪ এপ্রিল। ছবি: দীপু মালাকার
রাজধানীতে আজও কালবৈশাখীর সঙ্গে তুমুল বৃষ্টি হয়। টয়েনবি সার্কুলার রোড, জিপিও, ২৪ এপ্রিল। ছবি: দীপু মালাকার

কালবৈশাখী প্রচণ্ড ঝাপটা মেরে চলে যায়। লন্ডভন্ড যা করার ওই অল্প সময়েই করে। বৈশাখে বৃষ্টিও একটানা হয় না। আজ শুক্রবার কালবৈশাখী অল্প সময় ধরে বয়ে গেলেও ভারী বৃষ্টির যেন বিরাম নেই। বৃষ্টির রূপ আর আচরণ অনেকটাই বর্ষাকালের মতো। কিন্তু কেন বর্ষার মেজাজে বৃষ্টি ঝরছে বৈশাখ মাসে?

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে বাগেরহাটের মোংলা উপজেলার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার। দেশের সর্ব উত্তর ও সর্ব দক্ষিণের এই দুই এলাকায় গতকাল বৃহস্পতিবার বেশ ভালোই বৃষ্টি হয়েছে। এর মধ্যে মোংলায় সবচেয়ে বেশি ৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর রাজারহাটে বৃষ্টির পরিমাণ ছিল ৭০ মিলিমিটার। শুধু এই দুটি অঞ্চলই নয়, গতকাল থেকে সারা দেশে ভারী বৃষ্টি হচ্ছে। সঙ্গে বয়ে যাচ্ছে কালবৈশাখী। যার রেশ আজ শুক্রবারও রয়েছে। এ রকম ঝড়-বৃষ্টি আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান প্রথম আলোকে বলেন, চলতি এপ্রিল মাসের মাঝামাঝি উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পশ্চিমাঞ্চলে বেশ গরম পড়েছিল। সেখানে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি ছিল। এ সময় থেকে এখন পর্যন্ত বাতাসে বা বায়ুমণ্ডলের নিম্ন স্তরে প্রচুর জলীয় বাষ্পের জোগান আসছে সাগর থেকে। অন্যদিকে উত্তর ও মধ্যাঞ্চলে তাপীয় লঘুচাপ সৃষ্টি হচ্ছে। সাগর থেকে আসা জলীয়বাষ্প তাপীয় লঘুচাপের কারণে ওপরে উঠে যাচ্ছে। সেখান থেকে মেঘ সৃষ্টি হচ্ছে। এই মেঘ যখন দক্ষিণ বা পূর্ব দিকে আকারে বড় হয়ে এগিয়ে যায়, সে সময় বাতাস বয়ে যায়। সঙ্গে বৃষ্টিও হয়। আবহাওয়ার রূপ এখন তেমনই রয়েছে।

রাজধানীতে আজও কালবৈশাখীর সঙ্গে তুমুল বৃষ্টি হয়। টয়েনবি সার্কুলার রোড, জিপিও, ২৪ এপ্রিল। ছবি: দীপু মালাকার
রাজধানীতে আজও কালবৈশাখীর সঙ্গে তুমুল বৃষ্টি হয়। টয়েনবি সার্কুলার রোড, জিপিও, ২৪ এপ্রিল। ছবি: দীপু মালাকার

আব্দুল মান্নান বলেন, আজ সারা দেশেই ঝড়-বৃষ্টি হচ্ছে। এই অবস্থা কাল শনিবারও থাকতে পারে। আজ দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়।

সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বিজলি চমকাযতে পারে। সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এই অবস্থা আগামী তিন দিন থাকতে পারে।