চট্টগ্রামে অন্তঃসত্ত্বা নারীর অস্বাভাবিক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় জোবাইদা বেগম (২২) নামের অন্তঃসত্ত্বা এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পোশাককর্মী ওই নারীর পরিবারের সদস্যদের দাবি, স্বামী তাঁকে খুন করেছেন।

এই ঘটনায় স্বামী মো. আবসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দাবি করছেন, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নগরের বাকলিয়ার বলিরহাটে এ ঘটনা ঘটে। আবসার ও তাঁর স্ত্রী জোবাইদা বেগম ওই এলাকার শুক্কুর সওদাগর কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। আবসার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক বলে পুলিশ জানায়। 

চট্টগ্রাম নগর পুলিশের চকবাজার অঞ্চলের সহকারী কমিশনার রাইসুল ইসলাম সাংবাদিকদের জানান, গতকাল রাতে আবসার নিজেই বাসা থেকে স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বের করেন। এ সময় স্থানীয় লোকজনকে আবসার বলেন, তাঁর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এরপর খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে আবসারসহ জোবাইদাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর আবসারকে আটক করা হয়।
পুলিশ কর্মকর্তা রাইসুল আরও জানান, আবসারের দ্বিতীয় স্ত্রী জোবাইদা। পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়। জোবাইদা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
জোবাইদার বাবা গোলাম মোস্তফা পুলিশের কাছে অভিযোগ করেছেন, আবসার তাঁর মেয়েকে খুন করেছেন। তবে ময়নাতদন্তের আগে পুলিশ বিষয়টি নিশ্চিত হতে পারছে না। আবসারকে আসামি করে মামলা করেছেন গোলাম মোস্তফা। এই মামলায় আবসারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।