রাজবাড়ীর মারা যাওয়া সেই ব্যক্তির করোনা 'পজিটিভ'

রাজবাড়ী
রাজবাড়ী

সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন নুরুল ইসলাম।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পেশায় হকার ওই ব্যক্তি নারায়ণগঞ্জ ভাড়া বাড়িতে থাকতেন। তিনি সর্দি, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে লাশ নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে। রাজবাড়ী সদর হাসপাতালের পক্ষ থেকে বুধবার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার রাতে ঢাকা থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। এতে দেখা যায়, মৃত ব্যক্তির শরীরে করোনাভাইরাস ছিল।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ওই ব্যক্তির এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানাজায় অংশগ্রহণকারী ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। লকডাউন মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।