ডিএসসিসির মারা যাওয়া কর্মকর্তার করোনা পজেটিভ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মরত ছিলেন।
গত বৃহস্পতিবার মারা যাওয়া এই ব্যক্তির করোনার প্রতিবেদন আজ শনিবার ‘পজিটিভ’ আসে। গতকাল শুক্রবার ঢাকার বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ডিএসসিসির সচিব দপ্তর সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ওই কর্মকর্তা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যান তাঁর পরিবারের সদস্যরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মধ্যে কোভিড-১৯–এর উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। আজ এর ইতিবাচক প্রতিবেদন আসে।
ডিএসসিসির সচিব মোস্তফা কামাল মজুমদার প্রথম আলোকে বলেন, সর্বশেষ গত বুধবার নগর ভবনে দাপ্তরিক কাজ করেছেন এই কর্মকর্তা। ওই দিন তিনি কর্মস্থলে অসুস্থ বোধ করায় দ্রুত তাঁকে বাসায় পাঠানো হয়েছিল। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা দাপ্তরিক কাজ করার সময় কার কার সঙ্গে মিশেছেন, কাল রোববার নগর ভবনে গিয়ে তাঁদের তালিকা করা হবে। তাঁদের প্রত্যেককে হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।