হবিগঞ্জে আরও ২০ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হবিগঞ্জে নতুন করে আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নাজির রয়েছেন।

নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৪৬। শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়ের কর্মকর্তারা বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দুদিন আগে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) কিছু নমুনা পাঠানো হয়েছিল। সেখান থেকে ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নাজির রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

হবিগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, শনিবার বিকেলে আইইডিসিআর থেকে বিষয়টি জেলার স্বাস্থ্য বিভাগে অবহিত করা হয়। জেলা সদর হাসপাতাল থেকে আক্রান্ত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।