ইউএনও দিলেন 'মমতার দাওয়াই'

সখীপুরে করোনায় আক্রান্ত ব্যক্তিদের জন্য বাড়ির সামনে ইউএনওর রাখা ফলের ঝুড়িতে রাখা ‘মমতার দাওয়াই’ শিরোনামের চিরকুট। ছবি: সংগৃহীত
সখীপুরে করোনায় আক্রান্ত ব্যক্তিদের জন্য বাড়ির সামনে ইউএনওর রাখা ফলের ঝুড়িতে রাখা ‘মমতার দাওয়াই’ শিরোনামের চিরকুট। ছবি: সংগৃহীত

একই পরিবারের পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। পরিবারটির প্রতি অসহিষ্ণু হয়ে ওঠেন এলাকার অনেকে। অনেকে ইউএনওকে ফোন দিয়েও পরিবারটিকে শায়েস্তা করার কথা বলেন। ইউএনও ঘটনাস্থলে যান ঠিকই। কিন্তু পরিবারটির জন্য ‘মমতার দাওয়াই’ নিয়ে এবং অসহিষ্ণু লোকজনের মানসিকতা পরিবর্তনের বার্তা নিয়ে।

ঘটনাটি টাঙ্গাইলের সখীপুর উপজেলার একটি এলাকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা শুক্রবার ওই আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে যান। সঙ্গে নিয়ে যান এক ঝুড়ি ফল ও পাঁচ সদস্যের পরিবারের জন্য দুই সপ্তাহের খাদ্যসহায়তা।

ইউএনও আসমাউল হুসনা বলেন, ঢাকা ফেরত এক কাঁচামাল ব্যবসায়ীর মাধ্যমে তাঁর পরিবারের অন্যদের দেহে করোনা ছড়িয়ে পড়ে। সব মিলিয়ে একই পরিবারের পাঁচজনের দেহে ভাইরাস সংক্রমিত হয়। ওই এলাকা থেকে তাঁর (ইউএনও) কাছে শ খানেক ফোন আসে। বেশির ভাগ মানুষই পরিবারটিকে গ্রাম থেকে বের করে দেওয়ার অনুরোধ করেন। এক ব্যক্তি ফেসবুকে আক্রান্ত পাঁচজনকে পুড়িয়ে মারারও অভিপ্রায় ব্যক্ত করেন।

এসব শুনে ইউএনওর মন খারাপ হয়ে যায়। শুক্রবার দুপরের দিকে তিনি ও এলাকায় যান। এলাকাবাসীর মানসিকতার পরিবর্তন ও রোগীর প্রতি মমত্ববোধ বাড়াতে বাড়ির সামনে একটি ব্যানার টাঙিয়ে দেন। তাতে লেখা আছে, 'করোনাভাইরাস অতিমাত্রায় ছোঁয়াচে রোগ, কিন্তু মরণব্যাধি নয়। সামাজিক ও শারীরিক দূরত্ব রক্ষা করে [আক্রান্ত ব্যক্তির] পরিবারকে সুস্থ হতে সহায়তা করুন। রোগীর প্রতি মানবিক আচরণ করুন।'

এ ছাড়া ইউএনও ওই বাড়িতে আক্রান্ত ব্যক্তিদের জন্য এক ঝুড়ি ফল ও খাদ্য সহায়তা পৌঁছে দেন। ঝুড়িতে রাখা হয় একটি চিরকুট। তার শিরোনাম ছিল 'মমতার দাওয়াই'। তাতে আক্রান্ত ব্যক্তিদের উদ্দেশ্যে লেখা হয়, 'মনে সাহস রাখবেন, উপজেলা নির্বাহী অফিসার আপনার পাশে আছেন।’

আক্রান্ত ব্যক্তিদের বাড়ি থেকে ফিরে এসে শুক্রবার রাততে ইউএনও নিজের ফেসবুকে একটি লেখা প্রকাশ করেন। তাতে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং ‘অতি সচেতনতার কারণে যারা মনুষ্যত্ব হারিয়েছেন’, তাঁদের প্রতি আহ্বান রেখে বলেন, ‘মানবিক হোন, [আক্রান্ত ব্যক্তি] বৈশ্বিক দুর্যোগের শিকার, অপরাধী নয়..!’ লেখাটি দ্রুতই সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ফেসবুকে লেখাটির নিচে শতাধিক ইতিবাচক মন্তব্য আসে। বেশির ভাগই এই উদ্যোগের জন্য ইউএনওকে ধন্যবাদ দেন। মন্তব্যকারীদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমানও। তিনি বাস্তবধর্মী এবং সময়োপযোগী এই কাজের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের মানবতাবোধ জাগ্রত হোক।’