ভারত ফেরত সাতক্ষীরার যুবক করোনায় আক্রান্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাতক্ষীরার বাসিন্দা এক যুবকের (২৬) করোনা শনাক্ত হয়েছে। তাঁর বাড়ি শ্যামনগর উপজেলা সদরে। সাতক্ষীরার সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোরের সিভিল সার্জনের বরাত দিয়ে সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, ওই যুবক সম্প্রতি ভারত থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত স্বাস্থ্য কর্মীরা ওই যুবকের শরীরের তাপমাত্রা বেশি থাকায় শার্শা উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। পরে নমুনা পরীক্ষার পর শনিবার তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।

হুসাইন সাফায়াত আরও জানান, সাতক্ষীরায় এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এ জন্য আক্রান্ত রোগীকে যশোরে রেখে চিকিৎসা দেওয়ার জন্য তিনি যশোরের সিভিল সার্জন মো. আবু শাহিনকে অনুরোধ করেন। তার অনুরোধ যশোরের সিভিল সার্জন চিকিৎসা দিতে সম্মত হয়েছেন।

মো. আবু শাহীন মুঠোফোনে জানান, করোনা পজিটিভ ওই যুবককে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।