গোয়ালন্দে বিআইডব্লিউটিসির দুজন করোনা 'পজিটিভ'

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে দুই করোনা 'পজিটিভ' ব্যক্তি শনাক্ত হয়েছেন। দুজনই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ে কর্মরত। তাঁরা তিন দিন ধরে নিজ এলাকায় আইসোলেশনে রয়েছেন। উপজেলা প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ে ওই দুজন টার্মিনাল তত্বাবধায়ক (টিএস) হিসেবে কর্মরত। তিন দিন আগে থেকে তাঁদের শরীরে জ্বর ও সর্দির মতো কিছু উপসর্গ দেখা দেয়।

ফলে স্বাস্থ্য বিভাগের লোকজন তাঁদের নমুনা সংগ্রহ করেন। কর্তৃপক্ষের সিদ্ধান্তে দুজনই কর্মস্থল ছেড়ে নিজ এলাকায় গিয়ে বাড়িতে আইসোলেশনে থাকতে শুরু করেন। রোববার দুপুরে তাঁদের নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। তাতে দেখা যায়, দুজনই করোনা 'পজিটিভ'। দুজনের মধ্যে একজনের বয়স ৫৩। তাঁর বাড়ি চট্টগ্রামে। অপরজনের বয়স ৪২ বছর। তাঁর বাড়ি টাঙ্গাইলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত প্রথম আলোকে বলেন, আক্রান্ত দুজনের সংস্পর্শে যারা এসেছেন, তাঁদের সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ ছাড়া তাঁরা যে আবাসিক ভবনে থাকতেন, সেটি লকডাউন করা হয়েছে।