দিনাজপুরে করোনা শনাক্তের পরীক্ষা শুরু

দিনাজপুরে করোনা পরীক্ষার ল্যাবের উদ্বোধন করছেন সাংসদ ইকবালুর রহিম। আজ রোববার দুপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ। ছবি: প্রথম আলো
দিনাজপুরে করোনা পরীক্ষার ল্যাবের উদ্বোধন করছেন সাংসদ ইকবালুর রহিম। আজ রোববার দুপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ। ছবি: প্রথম আলো

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে করোনাভাইরাস শনাক্ত করার পরীক্ষা শুরু হয়েছে। আজ রোববার বেলা ১২টায় কলেজের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় মাইক্রোবায়োলজি বিভাগের গবেষণাগারে করোনা শনাক্তের পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সাংসদ ইকবালুর রহিম।

এ সময় উপস্থিত ছিলেন, মেডিকেল কলেজের অধ্যক্ষ শিবেশ সরকার, সিভিল সার্জন আবদুল কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন দিনাজপুর শাখার সভাপতি ওয়ারেস আলী সরকার, সাধারণ সম্পাদক বি. কে বোস প্রমুখ।

মেডিকেল কলেজের অধ্যক্ষ শিবেশ সরকার জানান, মাইক্রোবায়োলজি বিভাগে এই পলিমারস চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে এখন থেকে প্রতিদিন এক শিফটে ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। তবে দুই শিফটে কাজ করা সম্ভব হলে প্রতি ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা যাবে। উদ্বোধনের দিনে মোট ৩৪টি নমুনার পরীক্ষা সম্পন্ন হবে। এগুলোর ফলাফল জেলা সিভিল সার্জন, আইইডিসিআরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হবে।

দিনাজপুর সিভিল সার্জন আবদুল কুদ্দুস জানান, গত ১৪ এপ্রিল দিনাজপুরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত রংপুর মেডিকেল কলেজে ৪১২টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলেন। ২৭৫টি নমুনার ফলাফল হাতে এসেছে। তার মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর মেশিন স্থাপনের ফলে দ্রুততার সঙ্গে এবং বেশিসংখ্যক নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।

ল্যাব উদ্বোধন শেষে হুইপ ইকবালুর রহিম বলেন, এখন থেকে বৃহত্তর দিনাজপুর তথা পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলা সংগৃহীত নমুনার পরীক্ষা এখানেই করা হবে। তিনি মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন ও সাবধানতা অবলম্বন করাসহ চিকিৎসকের পরামর্শ গ্রহণের আহ্বান