৪ জনকে গলা কেটে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে মা ও তিন সন্তানকে গলা কেটে হত্যার ঘটনার প্রধান আসামি এক কিশোরকে (১৬) গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা গতকাল রোববার রাতে তাকে তার এলাকা থেকে গ্রেপ্তার করে।

গাজীপুর পিবিআইয়ের পরিদর্শক হাফিজুর রহমান আজ সোমবার এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ওই কিশোরের বাড়ি একই উপজেলায়। তার কাছ থেকে তার রক্তমাখা গেঞ্জি উদ্ধার হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতদের দুটি মোবাইল ফোন সেট, তিনটি স্বর্ণের চেইন, আংটি ও কানের দুল উদ্ধার হয়েছে। এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে পিবিআই।

গত বৃহস্পতিবার শ্রীপুর উপজেলার আবদার গ্রামে একটি বাড়ির দ্বিতীয় তলার কক্ষ থেকে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়। এই চারজন হলেন ফাতেমা আক্তার (৪০), তাঁর বড় মেয়ে সাবরিনা নূরা (১৬), ছোট মেয়ে মোছা. শাওরিন (১২) ও ছোট ছেলে ফাদিল সামদানি (৭)। বড় মেয়ে সাবরিনা এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। ছোট মেয়ে শাওরিন পাশ্ববর্তী ব্রাইট ক্যাডেট মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত। ছোট ছেলে সামদানি নার্সারির ছাত্র ছিল।