ময়মনসিংহে আরও ৯ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহে আরও ৯ জন স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৮৬ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলেন। নতুন করে আক্রান্ত ৯ স্বাস্থ্যকর্মীর সবাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন এবিএম মশিউল আলম।

সিভিল সার্জন বলেন, গতকাল সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তাদের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। গতকাল তিন ধাপে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ২১ জন করোনা পজিটিভ হয়। তাদের ১০ জন ময়মনসিংহ জেলার, ৮ জন জামালপুরের এবং ৩ জন নেত্রকোনার। ময়মনসিংহের ১০ জনের মধ্যে ৬ জন চিকিৎসক ও ৩ জন স্বাস্থ্যকর্মী। অপরজন ত্রিশাল উপজেলার বাসিন্দা।

 সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৯ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ার ফলে এই প্রতিষ্ঠানে মোট আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। তাদের মধ্যে ২৭ জনই চিকিৎসক। আর অন্য ৩৮ জনের মধ্যে নার্স, আয়া, ওয়ার্ড বয়সহ অন্য কর্মচারীরা আছেন।

সব মিলিয়ে জেলায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২০ জনের। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন কার্যালয়।

স্বাস্থ্যকর্মীরা ব্যাপকহারে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শঙ্কিত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহাম্মদ গোলন্দাজ। তিনি বলেন, যত দ্রুত সম্ভব স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করতে হবে। নয়তো পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এভাবে একের পর এক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলে রোগীর সেবা করার কেউ থাকবেন না।