যশোরে দুই চিকিৎসক, তিন নার্সসহ নতুন ১০ জন শনাক্ত

যশোরে দুই চিকিৎসক ও তিন নার্সসহ নতুন করে করোনা আক্রান্ত ১০ জন শনাক্ত হয়েছেন। তাঁদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার যশোরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মী হিসেবে যশোরে কর্মরত একজন চিকিৎসক কর্মকর্তাও আছেন। তিনি জেলা সিভিল সার্জনের কার্যালয়ে বসতেন। এ ছাড়া কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক এবং চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন জ্যেষ্ঠ নার্সও আক্রান্তের নতুন তালিকায় রয়েছেন। অপর ৫ জনের মধ্যে রয়েছেন চৌগাছা উপজেলায় তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিক, কেশবপুর উপজেলার তিনজন ও বাঘারপাড়া উপজেলার একজন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২২ এপ্রিল চৌগাছা উপজেলার একটি গ্রামের অন্তঃসত্ত্বা এক নারী হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। চিকিৎসকেরা উপসর্গ দেখে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন। সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে তা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়। সেখান থেকে পরীক্ষার প্রতিবেদন আসার আগেই ওই নারী হাসপাতাল থেকে পালিয়ে যান। রোববার আসা প্রতিবেদনে করোনা 'পজিটিভ' আসে। ওই নারীর সংস্পর্শে আসা হাসপাতালের নার্স ও অন্যদের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার প্রতিবেদনে হাসপাতালের প্রসূতি বিভাগের তিনজন নার্স করোনা 'পজিটিভ' হয়েছেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, হাসপাতালের আরও অনেকের নমুনা সংগহ করা হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নতুন ১০ জন মিলিয়ে যশোরে এখন করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪৪। এর মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী আছেন ১৫ জন।