ধরমপাশায় প্রথমবারের মতো দুজনের করোনা শনাক্ত

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় প্রথমবারের মতো দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টেলিফোনে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এ তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার বলেন, সোমবার সকালে উপজেলা সদর ইউনিয়নের পৃথক দুটি গ্রামে করোনা সন্দেহে একজন নারী (৩০) ও একজন পুরুষের (৩৩) নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুজনের মধ্যে একজন ১৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফেরেন। তাঁর সর্দি ছিল। অন্যজনের শরীরে কোনো ধরনের উপসর্গ ছিল না। পরীক্ষায় দুজনের করোনা পজিটিভ এসেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব প্রথম আলোকে বলেন, করোনায় আক্রান্ত দুজনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ওই দুটি পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।