অধ্যাপক আনিসুজ্জামান অসুস্থ, হাসপাতালে ভর্তি

বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান
বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান

বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা বলেছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি পুরোপুরি শঙ্কামুক্ত নন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী প্রথম আলোকে জানান, হার্ট, কিডনি, ফুসফুস, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতা নিয়ে গত সোমবার অধ্যাপক আনিসুজ্জামান হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল থাকলেও ৭২ ঘণ্টা পর অগ্রগতির মাত্রা বোঝা যাবে।

পারিবারিক সূত্র জানায়, কয়েক মাস ধরে আনিসুজ্জামান বিভিন্ন রোগে ভুগছেন। এ মাসের প্রথম সপ্তাহেও তিনি একবার হাসপাতালে ভর্তি হন।

অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান প্রথম আলোকে বলেন, ‘বাবার বার্ধক্যজনিত নানা সমস্যা রয়েছে। ওনার বয়স ৮৩ বছর। হার্টে কিছু সমস্যা আছে। কিডনি, ফুসফুস, রক্তে সংক্রমণসহ আরও কিছু রোগের কথা বলেছেন চিকিৎসকেরা। এসবের চিকিৎসা চলছে।’

আনন্দ জামান সবার কাছে তাঁর বাবা অধ্যাপক আনিসুজ্জামানের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।