খুলনার ল্যাবে চিকিৎসকসহ তিনজনের করোনা শনাক্ত

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এক চিকিৎসকসহ তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার ওই ল্যাবে ১১৩টি নমুনা পরীক্ষা করা হয়।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ বলেন, ১১৩টি নমুনার মধ্যে যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, খুলনার রূপসা উপজেলার কালিবাড়ি এলাকার ৫০ বছর বয়স্ক একজন ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার এক যুবকের করোনা 'পজিটিভ' পাওয়া গেছে। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স কর্মকর্তা কর্মচারীদের ৩০টি নমুনা নেওয়া হয়েছিল। তার পরীক্ষা বুধবার করা হয়নি। সেগুলোর পরীক্ষা বৃহস্পতিবার করা হবে।

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় এ পর্যন্ত ২০ জনের করোনা 'পজিটিভ' হয়েছে। এর মধ্যে ১৩ জনই খুলনার। ওই ১৩ জনের মধ্যে ৩ জন চিকিৎসক একজন নার্সসহ ৭ জন স্বাস্থ্য কর্মী।