চট্টগ্রামে পুলিশসহ আরও ৫ জন শনাক্ত

চট্টগ্রামে এক পুলিশসহ চারজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ বুধবার চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি'র পরীক্ষাগারে মোট ১১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের নমুনা করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম জেলার ৪ জন এবং ফেনী জেলার ১ জন।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের করোনা পজিটিভ হওয়া চারজনই মহানগর এলাকার। দামপাড়া পুলিশ লাইনের ৩০ বছর বয়সী এক কনস্টেবল রয়েছে। এর বাইরে নগরের কালু শাহ এলাকার ৫০ বছর বয়সী, ইপিজেড এলাকার ৫২ বছর বয়সী এবং নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার ৪৫ বছর বয়সী ৩ জন পুরুষ রয়েছেন।

আক্রান্ত পুলিশ সদস্য বর্তমানে পুলিশ হাসপাতালে আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি আছেন। এ নিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের মোট ৯ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

বিআইটিআইডিতে বুধবার পর্যন্ত দুই হাজার ৮৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজিটিভ পাওয়া গেছে ১১৩ জনের। তাতে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা ৬৯ জন। মারা গেছে এ পর্যন্ত ৬ জন।

এ দিকে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে গতকাল ৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৯ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে লক্ষ্মীপুরের ৬ জন এবং নোয়াখালীর ৩ জন রয়েছেন।