বরিশালে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকাৎসাধীন এক ব্যক্তি মারা গেছেন। পটুয়াখালীর বাউফল উপজেলার ওই পুরুষ রোগী করোনা ‌'পজিটিভ' ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে মারা যান ৫০ বছর বয়সী ওই ব্যক্তি। এর আগে বুধবার সন্ধ্যায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২৫ বছর বয়সী এক নারী একই হাসপতালের করোনা ওয়ার্ডে মারা যান। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন মারা গেলেন।

হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেনের মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। প্রথম আলোকে তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় মারা যাওয়া ওই রোগীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।


হাসপাতাল সূত্র জানায়, ২২ এপ্রিল সন্ধ্যায় বাউফল উপজেলার ওই রোগী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁর প্রবল শ্বাসকষ্ট ছিল। করোনার উপসর্গ হওয়ায় নমুনা নিয়ে পরীক্ষা করানো হয়। প্রতিবেদন করোনা ‌'পজিটিভ' আসে। এরপর থেকে তাঁকে হাসপতাালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে তিনি মারা যান। লাশ বিশ্বস্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী দাফনের প্রস্তুতি চলছে। এই হাসপতালে বর্তমানে ১২ জন করোনার রোগী চিকিৎসাধীন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৬। এর মধ্যে বরিশালের ৩৭ জন, বরগুনার ৩০ জন, পটুয়াখালীর ২৭ জন, পিরোজপুরের ৯ জন, ঝালকাঠির ৮ জন এবং ভোলার পাঁচজন। এ ছাড়া বিভাগে মারা যাওয়া ছয়জনের মধ্যে পটুয়াখালীর তিনজন, বরগুনার দুজন এবং বরিশালের একজন।

বরিশাল বিবাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কুমার মণ্ডল বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।