হবিগঞ্জে আরও দুজন করোনায় আক্রান্ত

হবিগঞ্জ জেলায় একদিনে নতুন আরও দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় ১১০ জন করোনা রোগী শনাক্ত হলেন। এর মধ্যে হবিগঞ্জেই রয়েছেন ৫৪ জন।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়।

সংশ্লিষ্টরা জানান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে গতকাল ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। নতুন আক্রান্ত ব্যক্তিরা হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তাঁদের মধ্যে একজন চিকিৎসক ও অন্যজন একটি বেসরকারি উন্নয়নসংস্থার স্বাস্থ্যকর্মী।

সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হওয়া ১১০ জনের মধ্যে হবিগঞ্জে ৫৪ জন, সুনামগঞ্জে ২৯ জন, সিলেটে ১৫ ও মৌলভীবাজারে ১২ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে তিনজন মারা গেছেন। তাঁদের একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন (৪৭)। তবে আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।