খাদ্য সহায়তার দাবিতে পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খাদ্য ও অর্থ সহায়তার দাবিতে পরিবহন শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ডাচ বাংলা ব্যাংক পয়েন্টে তাঁরা অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে আশ্বাস দিলে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ডাচ বাংলা ব্যাংক পয়েন্টে বিভিন্ন পরিবহনের ৫০-৬০ জন শ্রমিক অবস্থান নেন। তাঁরা করোনা দুর্যোগে খাদ্য সহায়তা ও অর্থের দাবি জানান। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, করোনা ভাইরাস পরিস্থিতিতে নারায়ণগঞ্জ অবরুদ্ধ থাকায় গণপরিবহন বন্ধ রয়েছে। শ্রমিকেরা বেকার হয়ে পড়েছেন। শ্রমিকেরা অর্থ সংকটে পরিবার পরিজন নিয়ে অনাহারে মানবেতর জীবন যাপন করছেন। কিন্তু কোনো ত্রাণ সহায়তা দেওয়া হয়নি। তাঁদের অভিযোগ, মালিক সমিতি শ্রমিকদের কল্যাণ তহবিলের নামে চাঁদা নিলেও দুর্দিনে সংগঠনের পক্ষ থেকে কোনো সহায়তা দেওয়া হয়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, খাদ্য সহায়তার দাবিতে পরিবহন শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিলেন। খবর পেয়ে তাদের আশ্বাস দেওয়া হলে তাঁরা অবরোধ তুলে নেন।