সুস্থ হয়ে বাড়ি ফিরল সোনারগাঁয়ের প্রথম করোনায় আক্রান্ত কিশোর

১৭ দিনের চিকিৎসায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনাভাইরােস আক্রান্ত আবু বক্কর সিদ্দিক (১৫) এখন সুস্থ। উপজেলার প্রথম করোনা ‌'পজিটিভ' এই কিশোর শুক্রবার দুপুরে বাড়ি ফিরেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা। তিনি বলেন, কিশোর আবু বক্কর সিদ্দিকের বাড়ি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামে। গত ১৩ এপ্রিল এই মাদ্রাসাছাত্রের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। সেই উপজেলার প্রথম করোনা আক্রান্ত রোগী। ১৩ এপ্রিলই এই কিশোরকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৭ দিনের চিকিৎসা সুস্থ হয়েছে আবু বক্কর। শুক্রবার হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর দুপুরে গ্রামের বাড়িতে ফিরেছে সে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সোনারগাঁয়ে শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে ৩০ জন শনাক্ত হয়েছে। উপজেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন।